ইপিএলে কোয়ালিফায়ারে তামিমের দল
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) এলিমিনেটর ম্যাচে কাঠমান্ডু কিংস একাদশকে ১৬ রানে হারিয়ে কোয়ালিফায়ারের পথে তামিম ইকবালের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। গত ম্যাচে নিজের চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও এই ম্যাচ আবারও অনুজ্জ্বল তামিম এর ব্যাট। ৯ বলে মাত্র ৯ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন এই টাইগার ওপেনার।
বুধবার ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের মাঠে টিকে থাকার লড়াইয়ে টস জিতে আগেই ব্যাট করতে নামে তামিম ইকবাল এর দল। ম্যাচের শুরুতে দলীয় ২৬ রানে জানাক প্রকাশ এর বলে ডিপ কাভারে ক্যাচ তুলে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন দেশ সেরা এই টাইগার ওপেনার।
অবশ্য তামিমের বিদায় এরপর দলের রানের চাকা সচল রাখে বড় সংগ্রহের ইঙ্গিত দেন ভাইরাহাওয়া ব্যাটসম্যানরা। ২৭ বলে ৬ চার ও ১ ছয়ে প্রদীপ আইরে এর ব্যাট থেকে আসে ৩৯ রান। এছাড়া উপুল থারাঙ্গার ৩৫ ও কুশাল মাল্লার ব্যাট থেকে আসে ৩২ রান। শেষ দিকে অধিনায়ক শারদ ভাস্করের ঝড়ো ব্যাটিং এ বিশাল রানের সংগ্রহ পায় ভাইরাহাওয়া। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের স্কোর দাঁড়ায় ১৮৮ রানে। অন্য দিকে কাঠমান্ডু কিংসের হয়ে ২ টি করে উইকেট নেন সন্দীপ লামিছানে ও আশান প্রিয়াঞ্জন।
এরপর ভাইরাহাওয়ার ১৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আশান প্রিয়াঞ্জনের ৪৮ বলে ৬৮ রানের ইনিংস ছাড়া আর তেমন কেউ বড় কোন ইনিংস না খেলায় শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান দাঁড়ায় দলটির সংগ্রহ। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকানো প্রিয়ঞ্জন ৪৮ বলে ৬৮ রান করেন। অন্যদিকে তামিমদের পক্ষে হয়ে দুই করে উইকেট নেন কুশল মাল্লা ও আরিফ শেখ।
আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে একটায় আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে পোখারা রাইনোসের মুখোমুখি হবেন তামিম ইকবালরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স- ২০ ওভারে ১৮৮/৮ (শারদ ৪৯, প্রদীপ ৩৯, থারাঙ্গা ৩৫, তামিম ৯; প্রিয়ঞ্জন ২/১৭, লামিচানে ২/৩৬)
কাঠমান্ডু কিংস একাদশ- ২০ ওভারে ১৭২/৮ (প্রিয়ঞ্জন ৬৮, প্রকাশ ২৮; কুশল ২/২২, আরিফ ২/২২)