তামিমের ছন্দে ফেরার ইঙ্গিত
নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে চিতন টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পয়েছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলে নিজের চেনা ছন্দে ফিরেছেন তামিম ইকবাল।
সকালে নেপালের ত্রিভূবন মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ শাহজাদের ৩২ ও করিম জানাত এর ৩৫ রানের উপর ভর করে সম্মিলিত চেষ্টায় লড়াকু পুঁজি তৈরি করে চিতন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান। ভাইরাহাওয়ার পক্ষ থেকে অবিনাশ বোহারা শিকার করেন তিনটি উইকেট।
১৬৫ লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভাইরাহাওয়া এর দুই ওপেনার তামিম ইকবাল ও প্রদীপ আইরে। উদ্বোধনী জুঁটিতে তাদের ব্যাট থেকেই আসে ১০৬ রান। ৫ চার ও ১ ছয়ে ৩০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে ৫ চার ও ২ ছয়ে মাত্র ২৮ বলে নিজের অর্ধশতক তুলে নেন প্রদীপ আইরে। দলীয় ১০৬ রানে শারকির বলে বোল্ড হয়ে তামিম ইকবাল সাজ ঘরে ফিরলে ততক্ষণে মোটামুটি জয় নিশ্চিত করে ফেলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। শেষ দিকে উপুল থারাঙ্গার ১৯ বলে ৩৯ রানের ইনিংসে ১৩ বল হাতে রেখেই ৬ উইকেট জয় পায় ভাইরাহাওয়া।
এ জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে তামিম ইকবালের দল। প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলতে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে দশটায় কাঠমান্ডু কিংস এলেভেনের বিপক্ষে মাঠে নামবে তারা।