বৃষ্টি বাধায় ব্যাটিংএ নামা হলোনা তামিমের
নেপালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) এ ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স হয়ে প্রথমবারের মত মাঠে নামলেন তামিম ইকবাল। যদিও বৃষ্টির বাগড়ায় ম্যাচ ভেস্তে যাওয়ায় ব্যাটিং এ নামা হলোনা এই ড্যাশিং ওপেনার এর। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু’দলকে।
ইপিএলে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নামে তামিম ইকবালের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। অপর দিকে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে বিনোদ ভাণ্ডারী দল। মাত্র ১২ রানেই পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পোখারা রাইনোস। এরপর দলের হয়ে হাল ধরেন গুনারত্নে ও বিবেক যাদব। যদিও এই জুটিকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি তামিম ইকবাল। শর্ট থার্ড ম্যান থেকে তার করা অসাধারণ থ্রোতে মাঠ ছাড়তে হয় ১৬ বলে ২৩ রান করা গুনারত্নকে।
এরপর বৃষ্টি বাধায় ১০.১ ওভারে বন্ধ হয়ে যায় ম্যাচটি। পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচ মাঠে না গড়ালে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স ও পোখারা রাইনোস।