হংকং এর জালে ৫ গোল
মূল প্রতিযোগিতায় ছন্নছাড়া পারফরম্যান্সের পর উজবেকিস্তান থেকে দেশে ফেরার আগে স্বস্তির জয় বাংলাদেশ নারী ফুটবল দলের। রোববার হংকং কে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনা খাতুনের দল।
শেষ ভালো যার সব ভালো তার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচ বড় ব্যবধানে হারের পর এই জয় কিছুটা হলেও স্বস্তি দেবে গোলাম রাব্বানী দলকে।
উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাইন্ডে হংকংয়ের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলার মেয়েরা। যার ফলস্বরূপ খেলার মাত্র ১৮ মিনিটেই গোলের দেখা পায় সাবিনা খাতুনের দল। দলের হয়ে প্রথমে লিড এনে দেন তহুরা খাতুন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান দিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন।
দ্বিতীয়ার্ধের পুরো সময়টা নিজের করে নেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৩ মিনিটে সাবিনা নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন। চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
ফিফা র্যাংকিংয়ে ৬১ ধাপ সামনে থাকা হংকংয়ের বিপক্ষে এই বড় জয় তাই কিছুটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলকে।