মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের পরও রাজস্থানের বড় হার
আইপিএলে মোস্তাফিজের বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পরও ৩৩ রানে হারলো রাজস্থান। আবুধাবিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটাল। কিন্তু মোস্তাফিজদের দাপুটে বোলিংয়ে ১৫৪ রানে থামে দিল্লির ইনিংস। যার মধ্যে শ্রেয়াস আইয়ার ৪৩, শিমরন হেটমার ২৮ ও রিশব পান্থ করেন ২৪ রান। অন্যদিকে ৪ ওভার বল করে কোন বাউন্ডারি না দিয়ে মোস্তাফিজ নেন ২ উইকেট।
এরপর দিল্লি করা ১৫৪ রানের টার্গেট এ ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন মোস্তাফিজ এর দল। শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকা এই সহজ টার্গেটও কঠিন হয়ে পড়ে রাজস্থানের জন্য। দলের রান তাড়ায় রাজস্থানের হয়ে একাই লড়াই করতে থাকেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তার ৫৩ বলে ৭০ রানের ইনিংস ছাড়া আর কেউই দলের হয়ে তেমন কিছু করতে পারেনি। যার ফলে ১২১ রানে ৬ উইকেট হারিয়ে থামলো রাজস্থানের ইংনিস।
এ জয়ে ১০ ম্যাচের ৮ টি জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে এখন দিল্লি ক্যাপিটাল। অন্যদিকে ৯ ম্যাচের ৪ টি জিতে শেষ অনিশ্চিত মোস্তাফিজদের।