চেলসির মাঠে প্রতিশোধ ম্যানসিটির
মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে থাকা চেলসিকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়ে গত বছরের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হারের প্রতিশোধ নিলো ম্যানসিটি।
শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গুয়ার্দিওলার শীর্ষরা। প্রথম ১০ মিনিটেই বেশ কয়েকবার ভীতি ছড়ায় তারা। অন্যদিকে বেশ রক্ষণাত্মক ও প্রতি-আক্রমণমূলক কৌশলে খেলতে থাকে চেলসি। অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখেও একের পর এক আক্রমণ করেও তেমন নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি সিটি। ফলে গোল শূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দুইদল।
দ্বিতীয়ার্ধে শুরুতেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানসিটি। খেলার ৫৩তম মিনিটে ডি বক্সের ভেতর চেলসির রক্ষণ দূর্গ ভেঙ্গে চেলসির তিনজন ডিফেন্ডারকে একাই হারিয়ে দুর্দান্ত গোলে ম্যানসিটিক এগিয়ে দেন গ্যাব্রিয়েল হেসুস। এরপর ম্যাচের বাকি সময় ম্যানসিটির একের পর এক আক্রমণ রুখে দিলে ফলে ১-০ ব্যবধানে ম্যাচ শেষ করে দুইদল।
ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে সিটি গোলের উদ্দেশ্যে মোট ১৫টি শট নেয়, যার চারটি লক্ষ্যে। অন্যদিকে পুরো ম্যাচ জুড়ে নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকা চেলসির চার শটের সবকটিই লক্ষ্যভ্রষ্ট।
এ জয়ে লিগ টেবিলে দুইয়ে উঠে এসেছে ম্যানসিটি।
অন্যদিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহুর্তে ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি মিস করায় ড্র করার আশাও শেষ হয়ে যায় রেড ডেভিলদের।