চট্টগ্রামে ড্র হলো ‘এ’ দল-এইচপি চারদিনের ম্যাচ; মিঠুনের সেঞ্চুরি
ড্র দিয়েই শেষ হলো বাংলাদেশ ‘এ’ দল ও হাই-পারফরম্যান্স ইউনিটের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ৩৬৬ রানের টার্গেট এ ব্যাট করতে নেমে বৃষ্টির বাঁধায় ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করে এইচপি দল।
এর আগে তৃতীয় দিনে ২৫২ রানের লিড নিয়ে চালকের আসনে বসেই দিন শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। সকালে ব্যাট করতে নামে গত দিনের অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও ইয়াসির রাব্বি। কিন্তু এরপর শতকের খুব কাছে গিয়েও মুকিদুলের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৮৬ রান করে সাজ ঘরে ফিরেন রাব্বি। অন্যদিকে দীর্ঘদিনের রান খরায় থাকা মোহাম্মদ মিঠুন ধৈর্যের সাথে খেলেন প্রতিটা বল। টেস্ট মেজাজের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ২০৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। মিঠুনের সেঞ্চুরির পরপরই নিজের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল।
এরপর ৩৬৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে আকবর আলির দল। দলীয় ৯ রানে নাঈম হাসার এর বলে ইয়াসির রাব্বির হাতে ক্যাচ তুলে শূন্য রানেই মাঠ ছাড়েন তানজিদ হাসান। এরপর শুরুর ধাক্কাটা ভালোভাবে সামলে নিলেও আবু জায়েদের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ২৫ রান করে সাজ ঘরে ফেরেন মাহমুদুল হাসান। এরপর দিনের শেষ দিকে বৃষ্টি বাঁধায় ম্যাচ বন্ধের আগে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৮ রান যোগ করে হাই-পারফরমেন্স ইউনিট।
দুইদলের প্রথম চারদিনের ম্যাচটিও বৃষ্টিবাধায় অমিমাংসিতভাবে শেষ হয়। ২৮ সেপ্টেম্বর থেকে তিনম্যাচের ওয়ানডেতে মুখোমুখি হবে দুইদল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংসঃ ৯১.১ ওভারে ২৩১/১০
হাই-পারফরম্যান্স ইউনিট ১ম ইনিংসঃ ৮২.০ ওভারে ২৩৭/১০
বাংলাদেশ ‘এ’ দল ২য় ইনিংসঃ ১০৮.১ ওভারে ৩৭১/৬ (মিঠুন ১০১*, ইয়াসির ৮৬; তানভীর ৩/৭৭, মুকিদুল ২/৩৫)
হাই-পারফরম্যান্স ইউনিট ২য় ইনিংসঃ ৪০ওভারে ১৪৮/৩ (পারভেজ ৪৩, শাহাদাত ৪৪*; নাঈম ২/৪২)