চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস পারলো না লিগের শেষ ম্যাচটা নিজেদের করে নিতে। সোমবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই দিনে আক্রমণাত্মক ফুটবল খেলা বসুন্ধরা কিংস, খেলার ২৮তম মিনিটে আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েলের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে ফেলে তপু বর্মন। তবে অবশ্য ৩৭তম মিনিটে এই তপু বর্মনই রবিনহোর ফ্রি কিক থেকে হেড করে বল জালে পাঠিয়ে ম্যাচের সমতা আনেন।
এরপর দ্বিতীয়ার্ধে দুইদলই সমান ফুটবল খেলায় কোন গোলেরই দেখা পায়নি দু’দল। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র এবং এক হার। ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়নরা। পুরো আসর জুড়ে প্রতিপক্ষের জালে ৬০ গোল দিয়ে হজম করেছে ১০টি। যার মধ্যে ২১ টি গোলই করেছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন দি সিলভা রবিনিয়ো। পুরো আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
অন্যদিকে, ৫২ পয়েন্ট নিয়ে আসরে রানার্সআপ হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা আবাহনী।