প্রতিশোধে মরিয়া বার্সা
আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। উদ্বোধনী দিনেই মাঠে নামছে ফেভারিট দলগুলো। ই গ্রুপের বিগ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গ্রুপ পর্বের ম্যাচটি দেখাবে সনি টেন-২।
২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগে এক লেগের কোয়ার্টার-ফাইনালে কাতালান ক্লাবটির জালে গুনে গুনে আটবার বল পাঠিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে ক্যাম্প ন্যুতে প্রথমবারের মতো মেসিকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ শুরু করতে যাচ্ছে বার্সেলোনা।
সুয়ারেজ, মেসির পর বার্সার ডেরা ছেড়ে গেছেন আঁতোয়ান গ্রীজম্যানও। নতুন রুপের বার্সার কান্ডারি এখন মেমফিজ ডিপাই। মেসি পরবর্তী সময়ে অনেকটা শক্তি হারিয়েছে কাতালান ক্লাবটি। বিপদটা আরও বেড়েছে সার্জিও আগুয়েরো, ওসমান ডেমবেলে, আনসু ফাতি ও মার্টিন ব্রাথওয়েটের ইনজুরিতে।
এমন পরিস্থিতিতেও বার্সাকে অনুপ্রেরণা জোগাচ্ছে অধিনায়ক সোর্হিয়ো বুশকেৎজ। মেসি না থাকার পরেও বুশকেৎজ বলেছেন, ‘ফুটবলে যে কোন কিছুই হতে পারে। গত আসরে ফেভারিট না হয়েও চেলসি শিরোপা জিতেছে।’
নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে তারা সফল হয় কি না সেটাই দেখার অপেক্ষা বিশ্ববাসীর।