বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা আজ
নির্বাচকদের যাচাই-বাচাই শেষে আজ ১৪ সেপ্টেম্বর (সোমবার) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা হবে।
আজ দুপুরে সংবাদ সম্মেলনে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন।
এই দল ঘোষণার পরই জাতীয় দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম সংবাদ সম্মেলন করবেন।
টাইগারদের দল ঘোষণার আগেই দলে কয়েকজনের জায়গা একেবারেই পাকাপোক্ত সেটা বলায় যাই। যদিও ২-৩টি জায়গাতে আসতে পারে পরিবর্তন। এই পরিবর্তনে থাকতে পারে চমক। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। ফিট হয়েছেন ইয়াছির আলী রাব্বি।
আগামী ২৪ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সাথে। দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে।