আয়াক্সের বিপক্ষে লিভারপুলের নাটকীয় জয়, ফের বায়ার্নের কাছে বার্সার হার
চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়াক্সের বিপক্ষে নাটকীয় জয় পেল লিভারপুল। জোয়েল মাতিপের হেডে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের স্বাদ পেল ইয়ুর্গেন ক্লপের দল। অন্যদিকে, আবারও বায়ার্ন মিউনিখের কাছে ধরাশায়ী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে লিভারপুল। মোহামেদ সালাহ তাদেরকে এগিয়ে নেওয়ার অল্প সময় পর ২৭তম মিনিটে আয়াক্সকে সমতায় ফেরান মোহাম্মদ কুদুস। এরপর অসংখ্য সুযোগ তৈরি করেও জালের দেখা আর পাচ্ছিল না স্বাগতিকরা। বাড়ছিল দুশ্চিন্তা। এরপরই দলকে উচ্ছ্বাসে ভাসান মাতিপ। শেষ মুহুর্তে ম্যাচের ৮৯তম মিনিটে গোল করেন মাতিপ।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে গোলশূন্য ড্র করার চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল তারা। আর এ মৌসুমে সব মিলিয়ে আট ম্যাচ খেলে এই নিয়ে মাত্র তৃতীয় জয় পেল দলটি।
রাতের অন্যম্যাচে, মাত্র চার মিনিটের ধাক্কা সামলে উঠতে পারল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বায়ার্ন জিতল ২-০ ব্যবধানে। দুটি গোল এল মাত্র চার মিনিটের ব্যবধানে। বার্সেলোনার একাধিক সুযোগ নষ্ঠ। সাবেক ক্লাবের বিরুদ্ধে বার্সার নতুন তারকা রবার্ট লেওয়ানডস্কির হতাশাজনক পারফরম্যান্স। প্রথমার্ধে অনবদ্য ফুটবল খেলেও দ্বিতীয়ার্ধে পরপর দু’গোল হজম বার্সেলানার।
বায়ার্নের হয়ে ম্যাচের ৫০ ও ৫৪ মিনিটে গোল করেন লুকাস হার্নান্ডেজ এবং লেরয় সানে। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সা পরের দুটি ম্যাচ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।