মুস্তাফিজের হাতে নতুন অস্ত্র!
দীর্ঘ এক বছর পর আবারও লঙ্গার ভার্সনে প্রত্যাবর্তন হতে যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ওয়েস্ট ইন্ডিজে সেই প্রত্যাবর্তন রাঙ্গাতে ইতোমধ্যে অ্যান্টিগায় টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করছেন ফিজ। সেখানে প্রথম বারের মতো তার কাছ থেকে ‘ডিউক’ বলের তালিম নিচ্ছেন মুস্তাফিজ।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশেই টেস্ট ফরম্যাটের খেলা হয় কুকাবুরা বা এসজি বলে। শুধুমাত্র ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে টেস্ট ও চারদিনের ম্যাচ খেলা হয়। বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ইংল্যান্ড বা ওইন্ডিজে টেস্ট খেলা হয়নি মুস্তাফিজের।
তাই বাধ্য হয়ে তাই কুকাবুরা ছেড়ে সেলাই করা উঁচু সিমের ডিউক বলের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিলেন বাঁহাতি পেসার মুস্তা।অনুশীলনে ইতোমধ্যে নাকি মোস্তাফিজের গ্রিপ বদলে দিয়েছেন ডোনাল্ড। তাতে নাকি সুফলও পাওয়া যাচ্ছে। এমনটাই দাবি বাংলাদেশের বোলিং কোচের।
ডোনাল্ড বলেন, ‘এবার কুকাবুরা থেকে ডিউক বলে যাওয়ার পালা। এই বলের সঙ্গে আমি বেশ পরিচিত। ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট ও টেস্ট খেলেছি এই বলে। এই বলের সিম বেশ খাড়া। যার সঙ্গে আমাদের বোলারদের মানিয়ে নিতে হবে’।
সাদা বিদ্যুৎ খ্যাত ডোনাল্ড আরো বলেন, “আজ মোস্তাফিজের সঙ্গে একটা সেশন করেছি। আইপিএলের পর আজই ওর প্রথম বল করা। ওকে এই বল সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এই বলে ওরও প্রথম বোলিং করা। গ্রিপও কিছুটা পরিবর্তন করেছি। সেও বোলিং করে উপভোগ করেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচটি বোলারদের জন্য মানিয়ে নেওয়ার সুযোগ বলা যায়।”
ওয়েস্ট ইন্ডিজে সফর শুরু করার আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সেখানে অবশ্য খেলছেন না মোস্তাফিজুর রহমান। দলের প্রস্তুতি ম্যাচ চলাকালীন আলাদাভাবে বোলিং কোচের সাথে অনুশীলন করছেন তিনি।