আকাশ পথে ডমিনিকা ছেড়েছে টাইগাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট লুসিয়া থেকে উত্তাল আটলান্টিক পাড়ি দিয়ে ডমিনিকায় আসার পথে সি সিকনেসে আক্রান্ত হয়ে বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় বাংলাদেশের ক্রিকেটাররা।
তবে এবার ভীতিকর সেই সমুদ্রযাত্রা এড়াতে সিরিজের দুই টি-টোয়েন্টি শেষে ডমিনিকা থেকে আভ্যন্তরীণ ফ্লাইটে গায়ানায় যাচ্ছে টাইগাররা। এই যাত্রার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট সিরিজ হারের পর রঙিন পোশাকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলছে বাংলাদেশ। ডমিনিকায় টি-টোয়েন্টি সিরিজের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হলেও। আটলান্টিকে উঠা ঝড়ের কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত করা হয়েছিল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় ৩৫ রানে হেরেছে বাংলাদেশ দল।
আগামী ৭ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই উপলক্ষে আজ পাহাড় ও সমুদ্রে ঘেরা ডমিনিকা থেকে গায়ানার উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ দল।