দ্বিতীয় দফায় নেদারল্যান্ডসের কোচ হচ্ছেন কোম্যান
দ্বিতীয়বার নেদারল্যান্ডস ফুটবল দলের কোচের দায়িত্ব উঠতে যাচ্ছে রোনাল্ড কোম্যানের হাতে। ডাচদের বর্তমান শিষ্য লুইস ফন গাল ক্যান্সারে ভোগায় এমন সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস ফুটবল এসোসিয়েশন।
দু’দিন আগেই ডাচদের বর্তমান কোচ ফন গাল এক টিভি চ্যানেলে নিজেই প্রোস্টেট ক্যান্সারে লড়াই করার খবর জানান। তাই ২০২২ কাতার বিশ্বকাপের পরই ফন গালের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক বার্সা কোচ রোনাল্ড কোম্যান। আজ এক বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ডাচদের সামলিয়েছিলেন রোনাল্ড কোম্যান। এরপর কাতালান ক্লাবে যোগ দেন কোম্যান। চলতি বছরে কোম্যান বার্সার চাকরি হারালে, এই দিকে ফন গাল অসুস্থ হওয়ায় নেদারল্যান্ডসের কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
ফন গালের নেতৃত্বে কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে নেদারল্যান্ডস। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কাতার, ইকুয়েডর এবং সেনেগাল।