খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৫ই এপ্রিল ২০২৫

রোজা রেখেই ডাচদের বিপক্ষে নামছেন ইয়ামাল, আপত্তি নেই কোচের

কদিন আগেই মাঠে নেমেছিলেন রোজা নিয়ে। আর সেদিন লামিনে ইয়ামালের পারফরম্যান্সও ছিল চোখ ধাঁধানো। রোজা নিয়েই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেয়েছিলেন গোল এবং অ্যাসিস্টের দেখা। রমজান মাসে আরও একবার রোজা রেখেই ডাচদের বিপক্ষে নামছেন ইয়ামাল। আর তার গায়ে থাকবে স্পেনের জার্সি।  

লা রোহাদের জার্সিতে কোনো ফুটবলারের রোজা রেখে মাঠে নামার ঘটনা আগে দেখা ছিল না। ইয়ামালকেই প্রথম দেখা যাবে এমন রোজা নিয়ে মাঠে নামতে। উয়েফা নেশনস লিগের সূচিতে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচের দুই সূচিতে রোজা নিয়েই খেলবেন ইয়ামাল। প্রথম লেগে আজ রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগ আগামী রোববার স্পেনের মাঠে।

রমজান মাসের রোজা নিয়েই ফুটবল খেলা প্রসঙ্গে অনেক দেশেই আছে কড়াকড়ি। তবে ইয়ামালের ব্যাপারে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের কোনো আপত্তি নেই। গতকাল রটারডামে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন,

‘এটা আমাদের কাছে পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। সে তার ক্লাবে (বার্সেলোনা) যে নীতিমালা, নিয়মকানুন অনুসরণ করছে, এখানেই তা-ই করবে। চিকিৎসা দল ও পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে নির্দেশিকা দিয়েছে।’

স্পেনকে ইউরো ও নেশনস লিগের শিরোপা জেতানো কোচ দে লা ফুয়েন্তে আরও বলেছেন, সব ধর্মের প্রতিই তাঁদের শ্রদ্ধা রয়েছে,
‘সকল বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য একদম সেরা অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’
রোযা রেখেই ডাচদের বিপক্ষে নামছেন ইয়ামাল, আপত্তি নেই কোচের
রোজা রেখে কোনো স্প্যানিশ খেলোয়াড়ের ম্যাচ খেলতে নামার বিষয়টিকে ‘মাইলফলক’ বলে উল্লেখ করছে দেশটির সংবাদমাধ্যম। এমনকি দলের অনুশীলন সেশনেও নাকি লামিনে ইয়ামালকে রোজার বিধান পালন করতে দেখা গেছে।

 

স্পেনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২৫ লাখ। রমজানে অন্যান্য দেশের ইসলাম ধর্মাবলম্বীদের মতোই তারাও পবিত্রতা ও শৃঙ্খলার সঙ্গে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। মুসলমানদের এই মহিমান্বিত মাসের শুরুতেই স্পেনসহ প্রায় প্রতিটি ইউরোপিয় দেশের বড় বড় ক্লাব স্বাগত জানিয়েছিল।

 

লামিনে ইয়ামালের মতো ফুটবলারদের জন্য খেলার মাঝে রাখা হয় ইফতারের জন্য ছোট বিরতি। যদিও এখনও নেশনস লিগের ম্যাচে বিরতি থাকবে কি না আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

ইয়ামালই স্পেন জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন। আদামা ত্রাওরে, আনসু ফাতি, মুনির এল হাদ্দাদিরাও ইসলাম ধর্মাবলম্বী। তবে ত্রাওরে, মুনির বা ফাতি রমজান মাসে স্পেনের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy