অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কায়, সফর বাতিল এইচপি টিমের
অর্থনৈতিক সংকটে দুঃসময় পার করছে শ্রীলঙ্কা। সরকারের ব্যর্থতার প্রতিবাদে সারাদেশে চলছে বিক্ষোভ। দেশের এমন অবস্থায় ক্রিকেট নিয়ে ভাবতে পারছে না শ্রীলঙ্কা। এমন অবস্হায় বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলকে আথিতেয়তা দিতে পারবে না বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি।
মাঠ সংকটে বাংলাদেশের তরুণদের এই মুহূর্তে স্বাগত জানাতে অপারগতা জানিয়েছে আয়ারল্যান্ডও। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।
এ প্রসঙ্গে এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আমাদের দুটি বিদেশ সফর ছিল- একটি আয়ারল্যান্ড, আরেকটি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অবস্থা আপনারা সবাই জানেন। অর্থনৈতিক সংকটের কারণে তারা এই সফর আয়োজন করতে পারছে না। সেটা স্বীকার করেছে। আয়ারল্যান্ডের সমস্যা হলো ওদের মাঠের সংখ্যা খুব কম। করোনার কারণে জাতীয় দলের যা কিছু করতে পারেনি সেগুলোই এখন করতে চাচ্ছে। তাই ওরাও আমাদের আতিথেয়তা দিতে অপারগতা প্রকাশ করেছে।’
তবে তাতে অবসর সময় পার করতে নারাজ দুর্জয় জানালেন, তরুণদের নিয়ে রয়েছে নানাবিধ পরিকল্পনা। ঈদের পর নতুন উদ্যমে শুরু হবে এইচপির স্কিল ও কন্ডিশনিং ক্যাম্প। বিকল্প ভাবনা হিসেবে দেশের বাইরে বিভিন্ন কন্ডিশনে ক্যাম্প করা যায় কি না, তা ভেবে দেখছে বিসিবি।