পাকিস্তান সফররত অজি ক্রিকেটারকে হত্যার হুমকি
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭ ফেব্রুয়ারি দুই যুগ পর পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পা রাখে অজিরা।
তবে পাকিস্তানে এসেই বিপাকে পড়েছেন অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাগার ও তার স্ত্রী মেডলিনকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি।
হত্যার হুমকিটি এসেছে অ্যাগারের স্ত্রী মেডলিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ধারণা করা হচ্ছে, ভারত থেকে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। মেডলিনকে পাঠানো বার্তায় বলা হয়, ‘তোমার স্বামী অ্যাস্টন অ্যাগারের জন্য একটি সতর্ক বার্তা। যদি সে পাকিস্তানের বিপক্ষে খেলতে আসে, তাহলে বেঁচে ফিরবে না।’
এছাড়া এক বিবৃতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড বলেছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া অবগত। এর ধরন ও বিষয়বস্তু পিসিবি, সিএ ও সম্মিলিত সরকারী নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করছে৷’
এর আগে গত বছর নিউজিল্যান্ডও গিয়েছিল পাকিস্তান সফরে। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে সিরিজ শুরুর দিন তারা বাতিল করে দেয় সফর। এরপর ইংল্যান্ডও তাদের পুরুষ ও নারী দুই দলকে পাঠায়নি পাকিস্তানে।
ফলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা শেষ পর্যন্ত মাঠে নামেন কি না সেটাই এখন দেখার বিষয়। যদিও অজি অধিনায়ক প্যাট কামিন্স পাকিস্তানে নামার পরে জানিয়েছেন যে তিনি যথেষ্ট নিরাপদ অনুভব করছেন।
আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পাকিস্তান সফর শুরু হবে। এই সফরে মোট তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে সহ একটি মাত্র টি-টোয়েন্টি খেলবে অজিরা।