খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫

জুয়ায় হেরে বিসিসিআই থেকে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে বড় অঙ্কের চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের আইপিএল জার্সি চুরি করা হয়েছে।
এরই মধ্যে ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে।

চুরি হওয়া জার্সিগুলো হরিয়ানার এক ব্যক্তিকে বিক্রি করার কথা স্বীকার করেছেন তিনি।

জানা গেছে, মুম্বাইয়ে অবস্থিত বিসিসিআইয়ের সদর দফতর থেকে আইপিএলের ২৬১টি জার্সি হারিয়ে যায়।

সবগুলোই ২০২৫ সালের আইপিএলের। প্রতিটি জার্সির দাম প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি হয়েছে।

বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গত ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ জানান বিসিসিআই কর্তারা।

অভিযোগের পর চুরির অভিযোগে ফারুক নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়।

গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনাটি নজরে আসে। গুদামঘরে রাখা জার্সির হিসাব না মেলায় সন্দেহ তৈরি হয়।বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন।
তাতে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তাকর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি ভরে গুদামঘর থেকে বেরিয়ে যাচ্ছেন।

পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন ফারুক।
তিনি বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হওয়ায় বাধ্য হয়ে চুরি করেন। জেরায় জানা যায়, হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীকে জার্সিগুলো বিক্রি করেন ফারুক।
তবে হরিয়ানার সেই ব্যবসায়ীকে তিনি কত টাকায় জার্সিগুলো বিক্রি করেছেন, তা জানা যায়নি।

জুয়ায় হেরে বিসিসিআই থেকে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি!

এখন পর্যন্ত চুরি হওয়া ৫০টি জার্সি উদ্ধার হয়েছে।

সেই ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে পুলিশ। ওই ব্যবসায়ীর দাবি, তিনি জানতেন না জার্সিগুলো চুরি করা হয়েছে।
ফারুক নাকি তাকে বলেছিলেন, বিসিসিআই দফতরে কাজ চলছে। ঘর খালি করার জন্য জার্সিগুলি তাকে বিক্রি করে দিতে বলা হয়েছে।
ফারুকের সঙ্গে সামাজিক মাধ্যম থেকেই যোগাযোগ হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy