খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৩০শে জুলাই ২০২৫

তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি, জানা গেল সূচি

ভেন্যু বাড়িয়ে ও গতবারের চেয়ে আরও গোছানো প্রক্রিয়ায় তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি। 
বিসিবির হেড অব প্রোগ্রাম ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন এ তথ্য।

২০২৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। তাদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু।

এবার তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট।  গ্রাউন্ডস কমিটির কাছেও এই আকাঙ্খা প্রকাশ করা হয়েছে।

এনসিএল প্রসঙ্গে আজ গণমাধ্যমকে নান্নু বলেন,

‘গতবার খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’

তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি, জানা গেল সূচি

সূচীতেও বদল আসছে। গতবার ডিসেম্বরে হলেও এবার সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি।

এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, ১৫ সেপ্টেম্বর শুরু হতে পারে টুর্নামেন্টটি। আর ফাইনাল হবে ৪ অক্টোবর।

এ প্রসঙ্গে নান্নু বলেন,

‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে।’

তবে গতবারের সঙ্গে একটা বিষয়ে মিল থাকছে। ওই সময়ে এশিয়া কাপ চলায় এবারও জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না এনসিএল টি-টোয়েন্টিতে।

গত বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলবে।

গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য নিজেকে যাচাই করার ভালো সুযোগ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy