সুপার ওভারে বাঘিনীদের হাতে কাবু ইংলিশ মেয়েরা
অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সুপার ওভারে ইংলিশদের কাবু করলো বাঘিনীরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল, বিশ্বকাপে মাঠে নামার আগে দল হিসেবে ভালোই ছন্দে রয়েছে। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে তারা। এরপর টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের হারিয়েছিলো বাঘিনীরা।
গত বিশ্বকাপের রানার্সআপ ইংল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সুমাইয়া আক্তারের নেতৃত্বে জয়ের দেখা পেলো বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের যে কোনো পর্যায়ের ক্রিকেটে এটি বাংলাদেশের প্রথম জয়।
কুয়ালালামপুরে ম্যাচটি গিয়েছিলো সুপার ওভার পর্যন্ত। যে সুপার ওভারে বাংলাদেশ জিতেছে ২ রানে। টসে জিতে ব্যাটিং করা ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। এই রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের ১ রান দরকার ছিলো। হাতে উইকেটও ছিল ১টি। তবে শেষ বলে রানআউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে কখনোই ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। এমনকি অনূর্ধ্ব ১৯ দলটির এর আগে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও হয়নি। বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যানের করা সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। যা আসে মূলত সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংসের সৌজন্যে। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন এই ব্যাটার।
বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। পুরো ওভারে দারুণ বোলিং করা হাবিবার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিলো ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। মূল ম্যাচেও ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন সাদিয়া। আনিসা আক্তার উইকেট নিয়েছিলেন ৩টি।
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে অংশ নেবে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং নেপাল। সর্বশেষ আসরে অজি মেয়েদের হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। আগামী ১৮ জানুয়ারি ১৬ দলের বিশ্বকাপ শুরু হবে যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি।
এক নজরে বাংলাদেশ দলের স্কোয়াড:
বাংলাদেশ: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।