ব্রাজিল ফুটবলপ্রধানের বাসা ও কার্যালয়ে পুলিশের অভিযান
দিন কয়েক আগেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি নির্বাচিত হয়ে পুরোদমে কাজ শুরুর আগেই ভিন্ন এক ক্ষেত্রে নাম জড়িয়েছেন সামির দাউদ। ব্রাজিল ফুটবলপ্রধানের বাসা ও কার্যালয়ে পুলিশের অভিযান!
ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় ভোটে অনিয়ম তদন্তে বুধবার ‘অপারেশন কাইজা প্রেতা’ (ব্ল্যাক বক্স) শুরু করেছে দেশটির পুলিশ।
ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, এই তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন।
২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ।
সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু, যা শুরু হয় গত বছর।
তাঁর স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ গ্রেপ্তার হন।
সাউদ হেলেনা লিমার সহযোগী এবং তাঁরা একই রাজনৈতিক (এমডিবি) দলের সদস্য।