খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫

অবশেষে লিটনের বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। সাদা বলে ধারাবাহিক ব্যর্থতার কারণে তিনি বাদ পড়েছেন বলে বোর্ড থেকে জানানো হয়েছে। তবে বাদ পড়ার দিনেই বিপিএলে রেকর্ড গড়া দুর্দান্ত সেঞ্চুরির করণে নির্বাচকদের চিন্তায় ফেলে দেন লিটন।

বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। সেখানে লিটনের বাদ প্রসঙ্গ আসলে তিনি বলেন,

‘ভালো না খেললে সবাইকে বাদ পড়তে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব উনি তাড়াতাড়ি দলে ফিরবেন। যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।’

জুনিয়র তামিম আরও জানান, ‘আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবেন। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা ব্যাপার। আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শটগুলো।’

ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তিনি বলেন, ‘আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। সবগুলো আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব।’

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy