আফগানিস্তানের বিপক্ষে দ্বি- পাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে পূর্বের সিদ্ধান্তে অনড় ক্রিকেট অস্ট্রেলিয়া
আফগানিস্তানের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে নারাজ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
মানবাধিকার ইস্যুতে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত থাকলেও, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিকই তাদের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে তো আফগানিস্তানের কাছে হেরেই বিদায়ঘণ্টা বেজেছে অজিদের। আফগানিস্তানের বিপক্ষে ভারতের মতো দল নিয়মিতই দ্বিপাক্ষিক সিরিজ খেললেও পূর্বের সিদ্ধান্তেই অটল অজিরা। নারীদের অধিকার নিয়ে তালেবান সরকারের বর্তমান দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু নারী অধিকার নিয়ে দেশটির বিতর্কিত অবস্থানের কারণে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া।
ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। সেদিন গ্লেন ম্যাক্সওয়েল অতিমানবীয় ইনিংস না খেললে হার নিয়েই মাঠ ছাড়তে হতো অজিদের। এরপর সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ফের একই গ্রুপে পড়ে অস্ট্রেলিয়া-আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপে সুযোগ হাতছাড়া করলেও এবার আর তা হতে দেয়নি তারা। রশিদ খানের দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। সেই সঙ্গে খেলেছে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল।
কিন্তু ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) থাকলেও আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত আছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত টানা সিরিজ স্থগিত করে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগাণ অধিনায়ক রশিদ খান বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। সিরিজ খেলার পক্ষে মত দিয়েছিলেন অজি ওপেনার উসমান খাজাও। কিন্তু নিজেদের অবস্থানে অটল সিএ।
দুর্দান্ত বিশ্বকাপ কাটানোয় আফগানিস্তানকে অভিনন্দন জানিয়ে সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘ অসাধারণ খেলোয়াড়দের নিয়ে তাদের (আফগানিস্তান) দুর্দান্ত একটি টুর্নামেন্ট কেটেছে এবং তারা সামর্থ্যের সবটুকু দিয়ে খেলেছে। আমাদের দ্বিপাক্ষিক ম্যাচগুলোর বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারসহ অংশীদারদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং মানবাধিকারের প্রশ্নে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সবশেষ কয়েকটি সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে ভবিষ্যতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অঙ্গীকারের কথাও জানিয়েছে সিএ। নারী অধিকার নিয়ে তালেবান সরকারের অবস্থানের পরিবর্তন এলেই দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি, ‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নিয়মিত আলোচনা করছি এবং নারী ও পুরুষ উভয়ের জন্যই বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নতি দেখতে চাই। আমরা (নারীদের অধিকারের বিষয়ে আফগান সরকারের অবস্থানের) উন্নতির আশা করি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রেখে ভবিষ্যতে কোনো এক সময়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে চাই।
সর্বশেষ গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ স্থাগিত করে অস্ট্রেলিয়া। এবার আগামী আগস্টে সূচিতে থাকা টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করেছে তারা।