বিশ্ব চ্যাম্পিয়নদের গুড়িয়ে ২২৯ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
দলটা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন বলেই হয়তো সমর্থকরা ৪০০ রানের এত বড় টার্গেট তাড়া করে জয় পাবার আশা করেছিলেন। কিন্তু সেই আশায় গুড়ে বালি। ইংলিশ ব্যাটসম্যানরা সাউথ আফ্রিকান বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না।
মাত্র ১২ ওভারে ৬৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আফ্রিকার দেয়া পাহাড়সম ৪০০ রানের টার্গেট তাড়া করতে মাঠে নামে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ম্যালান। তৃতীয় ওভারে ১৮ রানের মাথায় জনি বেয়ারস্টো লুঙ্গি এনগিডিকে ফ্লিক করলে ওপরে উঠে যাওয়া বল বাউন্ডারি সীমানায় ধরেন রেসি ফন ডার ডুসেন।
প্রথম উইকেট ১৮ রানে হারানোর পর দলীয় ২০ রানের মধ্যে জো রুট, ডেভিড ম্যালান আর বেন স্টোকসও সাজঘরের দিকে হাঁটেন। নবম ওভারের প্রথম বলে চতুর্থ উইকেট হারালেও রান তোলার দিকে মনোযোগ দিয়েছিলেন জস বাটলার ও হ্যারি ব্রুক। তবে ১২তম ওভারের প্রথম বলে বাটলার আর তৃতীয় বলে ব্রুককে সাজঘরে ফেরান জেরাল্ড কোয়েৎজে।
কিছুক্ষন পর ডানহাতি এ পেসার আদিল রশিদকেও সাজঘরে পাঠালে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৮৪ রান। নবম উইকেটে অ্যাটকিনস ও উড ৩৩ বলে ৭০ রান যোগ করলে শুধু হারের ব্যবধানই কমে ইংলিশদের। চোট পাওয়া রিচ টপলি ব্যাটিং না করায় ১৭০ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
স্কোর