খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৮ই অক্টোবর ২০২৪

সামারাবিক্রমার ব্যাটে ভর করে বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম জয়

এবারের বিশ্বকাপের চলতি আসরে টানা তিন ম্যাচে হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে চলে যায় শ্রীলংকা। অবশেষে বিশ্বকাপের ১৯তম এবং নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের দেখা পেলো লঙ্কানরা।

শনিবার ভারতের লখনৌতে ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় এবারের বিশকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানো নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের ইনিংসে ৮২ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৭৫ বলে ১টি চার আর ১টি ছক্কায় ৫৯ রান করেন লোগান ভেন বেক। এছাড়াও ৫টি চারের সাহায্যে ২৯ রান করেন কলিন একারমেন।

লঙ্কানদের হয়ে ৪টি করে উইকেট শিকার করেন দিলশান মাদুশাঙ্কা এবং কাসুন রাজিথা। ১টি উইকেট শিকার করেন মাহিশ থিকশানা।

নেদারল্যান্ডের দেয়া টার্গেট তাড়া করতে নেমে লঙ্কান দুই ওপেনার সাদিরা সামারাবিক্রমা ও পাথুম নিশানকার জোড়া অর্ধশতকে ১০ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় শ্রীলংকা।

লঙ্কান শিবিরের জয়ের মহানায়ক সামারাবিক্রমা ১০৭ বলে ৭টি বাউন্ডারিতে ৯১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। অন্য ওপেনার পাথুম নিশানকা ৫২ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করে সাজঘরে ফেরেন। পাঁচ নাম্বারে ব্যাট করতে নামা আসালাঙ্কা আউট হয়েছেন ৬৬ বলে ৪৪ রান করে।

স্কোর

https://www.cricbuzz.com/live-cricket-scorecard/75507/ned-vs-sl-19th-match-icc-cricket-world-cup-2023

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy