টেস্ট এবং ওডিআই সিরিজ জিতেছিল ভারত। সুযোগ ছিল টি-টোয়েন্টি সিরিজ জেতারও। অনবদ্য পারফরম্যান্সে সিরিজ নির্ণায়ক ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দু-ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে ছিল ক্যারিবিয়ানরা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচ হল আমেরিকার ফ্লোরিডায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। সিরিজের ফাইনালে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়ে ওয়েস্ট ইন্ডিজের। ৩-২ ব্যবধানে সিরিজ জিতল তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই নিয়ে পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ খেলল ভারত। অপরাজিত তকমা থাকল না হার্দিকের। প্রথম বার তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের। প্রথম দু-ম্যাচে ভারতের ব্যর্থতার প্রধান কারণ ছিল ব্যাটিং। শেষ ম্যাচেও একই কারণ হয়ে দাঁড়াল। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল ভারত। ২ উইকেট হারিয়ে এবং ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ.
শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪