বাংলাদেশে এসেই সিলেটে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল
বুধবার (৩১ মে) বাংলাদেশে আসার পর কিছুক্ষণের পরেই সিলেট স্টেডিয়াম পরিদর্শনে গেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল।সিলেট আইসিসির এফটিপি অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলবে দুই দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টাইগারদের সাথে আগে ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা।
ইতোমধ্যে দুই বোর্ডের মধ্যে সিরিজ নিয়ে কথাবার্তা চুড়ান্ত হয়ে গেছে। এরই ধারাবাহিকতায়, অনুশীলন সুবিধাসহ আনুষঙ্গিক বিষয় পরিদর্শন করতে বাংলাদেশে এসছে নিউজিল্যান্ডের চার সদস্যের প্রতিনিধি দল। জানা গেছে সিরিজের ওয়ানডে ম্যাচ আয়োজিত হতে পারে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে।
৩১ মে বুধবার বাংলাদেশে আসার পরই কিছুক্ষণ পর সিলেটে গেছেন কিউই পরিদর্শকেরা। তাদের সাথে আছেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার শেষ টেস্ট ম্যাচ চলাকালেই তারা সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এসময় তারা মুল মাঠ, প্রাকটিস ফ্যাসিলিটি, প্রেস বক্স, ড্রেসিংরুম ও আউটার স্টেডিয়াম পরিদর্শন করেন।
সিলেট স্টেডিয়ামের সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট হয়েছেন নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে বলেন, “নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটবোর্ড দল পাঠানোর আগে প্রতিনিধি দল পাঠায়। সিলেটে কিছু ম্যাচ হতে পারে বলে আমরা তাদের জানিয়েছি”
অক্টোবরে বিশ্বকাপ শুরু হওয়ার আগে সেপ্টেম্বরের শেষেরদিকে ওয়ানডে সিরিজটি আয়োজিত হতে পারে।