ফখরের সেঞ্চুরিতে ওয়ানডেতে পাকিস্তানের ৫০০তম জয়
রাওয়ালপিন্ডিতে ফখর করলেন সেঞ্চুরি। তার ১১৪ বলে ১১৭ রানের ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ২৮৯ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়ে গেছে ৫ উইকেট ও ৯ বল বাকি থাকতে। আর তাতেই ম্লান হয়ে গেছে ড্যারিল মিচেলের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
ওয়ানডেতে পাকিস্তানের এটি ৫০০তম জয়। অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় পুরুষ দল হিসেবে এ রেকর্ড হলো দলটির।
রান তাড়ায় ফখরের সঙ্গে ইমাম-উল-হকের ১২৪ রানের ওপেনিং জুটিতে নিউজিল্যান্ডকে অনেকটাই পেছনে ফেলে পাকিস্তান। ২২তম ওভারে সে জুটি ভাঙেন ইশ সোধি, ৬৫ বলে ৬০ রান করা ইমামকে এলবিডব্লু করে। ইমাম ফেরার পর বাবর আজমকে নিয়ে ফখর গড়েন ৯০ রানের জুটি। ৫৩ বলে ফিফটি করেছিলেন ফখর, ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করতে এ বাঁহাতির লেগেছে ৯৯ বল।
ফিফটির ১ রান আগেই অবশ্য থামেন বাবর, শান মাসুদও ফেরেন দ্রুতই। তবে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ফখর ছিলেন আরও কিছুক্ষণ, ৪৩তম ওভারে তার আউট হওয়ার সময় পাকিস্তান ছিল নিরাপদই। এরপর সালমান আগা ফিরলেও ৪২ রানে অপরাজিত রিজওয়ান পাকিস্তানকে জয় এনে দেন।
ব্যাটিংয়ে ফখর তার সেঞ্চুরি ইনিংসেই ছিলেন উজ্জ্বল, এর আগে বোলিংয়ে পাকিস্তানের সবচেয়ে উজ্জ্বল নাসিম শাহ এদিন পেয়েছেন মাত্র ২টি উইকেট। কিন্তু এ ফাস্ট বোলারের ১০ ওভারে ২৯ রানে ২ উইকেটের বোলিং ফিগারই ছিল ম্যাচে দুই দলের বড় একটা পার্থক্য।