ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই নামে বৃষ্টি। ফলে বাড়তে থাকে অপেক্ষা। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বাংলাদেশিদের নজর ছিল দুই দলের স্কোয়াডে। কারণ দুই দলেই রয়েছেন একজন করে বাংলাদেশি খেলোয়াড়। একাদশে তাদের দেখতে পাওয়া নিয়েই যতো আলোচনা। কিন্তু সেখানে প্রথমবারের মতো লিটন কুমার দাসকে আইপিলে দেখলেও বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। সাব হিসেবেও নেই তিনি।
কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা (অধিনায়ক), রিংকু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব ও কুলবন্ত খেজরোলিয়া।
দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মানিশ পান্ডে, ফিল সল্ট (উইকেটরক্ষক), ললিত যাদব, আমান খান, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, অ্যানরিক নরকিয়া, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।