সাত বছর পর সেই ইংল্যান্ডের কাছেই সিরিজ হার
সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩২ রানে হেরেছে বাংলাদেশ। এরমধ্য দিয়ে সাত বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারল টাইগাররা।
২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই দেশের মাটিতে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটের সিরিজ হেরেছিল বাংলাদেশ।
শুক্রবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জেসন রয়ের ১৩২ রানে ভর করে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ইংলিশরা। সিরিজ বাঁচাতে হলে ৩২৭ রানের দরকার ছিল টাইগারদের। জবাব দিতে নেমে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নিয়েছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে তার এ সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ছাড়েন ইংলিশ ব্যাটাররা। শুরুটা করেছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। তার ঝোড়ো সেঞ্চুরির (১৩২) পর ব্যাট হাতে দাপট দেখালেন অধিনায়ক জস বাটলার (৭৬)। আর শেষ দিকে চড়াও হলেন মঈন আলি (৪২) ও স্যাম কারান (৩৩)। স্বাগতিক বোলারদের ব্যর্থতার দিনে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা।
জবাব দিতে নেমে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ফেরেন। মাঝে সাকিব আল হাসান ও তামিম ইকবাল রান করেছেন। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা চেষ্টা চালালেও যথেষ্ট ছিল না সেটি। কিন্তু এতে খুব একটা বেশি এগোয়নি টাইগারদের স্কোর। ইংল্যান্ডের হয়ে স্যাম কারেন ও আদিল রশিদ ৪টি করে উইকেট নিয়েছেন।