দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের নবম আসর। ঝাকজমক পূর্ণ এই আসরে গেল বছরের চেয়ে বাড়ছে প্রাইজমানি; তবে শুরুতে থাকছে না ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)।
ডিআরএসের বিকল্প হিসেবে এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) থাকবে বলে জানিয়েছেন বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক।
পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে বিপিএলের এলিমিনেটর পর্ব থেকে। গত বিপিএলেও শুরুতে ছিল এডিআরএস, ডিআরএস যুক্ত হয় এলিমিনেটর পর্ব থেকে।
বিপিএলের এবারের প্রাইজমানি দ্বিগুণ হয়েছে। সর্বশেষ মৌসুমে বিপিএলের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ কোটি টাকা ও রানার্সআপ দল ৫০ লাখ টাকা। ‘চ্যাম্পিয়নের পুরস্কার আমরা ২ কোটি টাকা রেখেছি, রানার্সআপ ১ কোটি টাকা।
সব মিলিয়ে প্রাইজমানি ৪ কোটি টাকার মতো থাকবে। ম্যান অব দ্য সিরিজ ১০ লাখ টাকা, সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকেও ভালো অঙ্কের অর্থ পুরস্কার দেওয়া হবে’-বলেছেন গভর্নিং কাউন্সিল সদস্যসচিব।