উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ২০২২ সালে ওয়ানডেতে পারফরমেন্সের বিচারে সেরাদের নিয়ে বর্ষসেরা দল গঠন করে ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেন।
একাদশে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের দুইজন করে ক্রিকেটার রয়েছেন। অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। উইকেটরক্ষক হিসেবে আছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
উইজডেন ডট কমের লেখকরা ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সময়কালের মধ্যে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করেন। যেখানে এই সময়ের মধ্যে মিরাজ ১৫ ওয়ানডেতে ব্যাট হাতে ৬৬ গড়ে করেন ৩৩০ রান। বল হাতে ২৪টি উইকেটও তার দখলে রয়েছে।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ:
ট্রাভিস হেড, ইমাম-উল-হক, বাবর আজম, শ্রেয়াস আয়ার, টম ল্যাথাম, রাসি ফন ডার ডুসেন, মেহেদী হাসান মিরাজ, আলঝারি জোসেফ, মোহাম্মাদ সিরাজ, অ্যাডাম জাম্পা ও ট্রেন্ট বোল্ট।