শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ওয়ার্নারের ইতিহাস
বক্সিং ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্ট খেলতে মাঠে নামেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। অনবদ্য এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে স্মরণীয় করে রাখলেন সেই টেস্ট। সেই সাথে ওয়ার্নার ঢুকে গেলেন এলিট ক্লাবেও।
ডাবল সেঞ্চুরি করে উদযাপন করতে গিয়ে পা মচকে যায়। ফলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন।
ওয়ার্নারের আগে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ডাবল শতক হাঁকানোর পরপরই পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার। এরপর উইকেটে এসেছেন ক্রিস গ্রিন। প্রতিবেদন লেখার সময় অজিদের স্কোর ৩ উইকেটে ৩৫৫ রান। ট্রাভিস হেড ৩৩ ও গ্রিন শূন্য রানে ব্যাট করছেন।
তবে ব্রিসবেনে প্রথম টেস্টে ওয়ার্নার চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে ৩ রান করে আউট হয়ে যান। তবে দ্বিতীয় টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন করেন ওয়ার্নার।
ওয়ার্নারের সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০২০ সালের জানুয়ারিতে। যেখানে গত ১১ ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি। তবে ২৭ ইনিংস পর ডাবল সেঞ্চুরি করে সমালোচনা এখানেই থামিয়ে দিয়েছেন ওয়ার্নার।