বাংলাদেশের চাই ১০ উইকেট, ভারতের ১৪৫
ঢাকা টেস্ট জিততে সফরকারী ভারতের প্রয়োজন মাত্র ১৪৫ রান। সময় দুই দিন। আর বাংলাদেশের প্রয়োজন ১০ উইকেট। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে মাত্র ২৩১ রানে গুঁটিয়ে যায় সাকিব আল হাসানের দল।
প্রথম ইনিংসেই ৮৭ রানে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নেমে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় পড়ে। ইনিংস মেরামত করতে পারেননি কোন জুটি। শুরুর ধাক্কা সামলালেও লম্বা সময় ধরে ব্যাটিং করতে না পারার খেসারত দিতে হয়েছে তাঁদের।
১৫৯ রানেই ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শঙ্কা জেগেছিল দুইশর নিচে গুটিয়ে যাওয়ার। সেখান থেকে লোয়ার অর্ডারের তাসকিন আহমেদকে নিয়ে লড়াকু এক জুটি গড়েন লিটন দাস। সেটিও বড় করতে পারেননি তাঁরা।
স্বাগতিকদের হয়ে সর্বাধিক রান লিটন দাসের, ৭৩। এছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে ৫১ এবং তাসকিন ও সোহানের ব্যাট থেকে এসেছে ৩১ করে। অক্ষর প্যাটেল নিয়েছেন ৩ উইকেট।