খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৪ঠা মে ২০২৫

অভিষেকেই জাকিরের সেঞ্চুরি, তবুও আলোর মুখ দেখছে না বাংলাদেশ

0

বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে সিলেটে থাকা ‘এ’ দলের ক্যাম্প থেকে ডাক পড়ে তাঁর। ঢুকে গেলেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের একাদশেও। আর তাতেই দলে ঢুকে বাজিমাত-ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার জাকির হোসেনের।

সাগরিকায় আজ টাইগারদের দ্বিতীয় ইনিংসে ২১৮ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে জাকির উঠে গেলেন আমিনুল-আশরাফুল-আবুল হাসানদের কাতারে। ভারতের দেওয়া ৫১২ রানের লক্ষ্যে নেমে টাইগারদের হয়ে নিশ্চিত হারের মুখেও বুক চিতিয়ে লড়াই করেছেন ২৬ বছর বয়সী জাকির।

২১৯ বল খেলে ১৩টি চার ১টি ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। দুর্ভাগ্যবশত আউট হয়েছেন তার পাঁচ বল পরই। বাংলাদেশের দলীয় রান তখন ২০৮। চতুর্থ বাংলাদেশী হিসেবে অভিষেকেই এই সেঞ্চুরির  রেকর্ড গড়েন ওপেনার জাকির হোসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ২৪৫ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৬৮রান; ভারতের চাই ৪ উইকেট।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy