মাঠ থেকে সোজা হাসপাতালে সাকিব
বাংলাদেশ-ভরতের দুই ম্যাচের স্টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার। চট্টগ্রামে অনুষ্ঠিত্ব্য প্রথম টেস্টের আগেই মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে হাসপাতালে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব।
গত ৭ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে চলার সময় ভারতের পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব। সেই ম্যাচের পর এক্স-রে করানো হয় সাকিবকে। যদিও রিপোর্টে ইতিবাচক আসলেও চোটের জায়গায় কালচে দাগ পড়ে গেছে সাকিবের। এমনকি অনুশীলনেও ব্যথা অনুভব করছিলেন তিনি।
এই কারণে দলের সঙ্গে থাকলেও গতকাল অনুশীলন করেননি সাকিব। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ট্রফি উন্মোচনের পরই মাঠ ছাড়েন তিনি। ১৩ ডিসেম্বর সকালে দলের সাথে মাঠে আসেন তিনি। এ দিনও ব্যাটিং বা বোলিং অনুশীলন করেননি মি. সেভেন্টি ফাইভ। চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী।