চট্টগ্রামে বাংলাদেশ-ভারত সিরিজের টিকেট পাবেন যেভাবে
আগামী ৯ ডিসেম্বর চট্টগ্রামে শেষ ওডিআইতে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচের টিকেট পাওয়া যাবে চট্টগ্রামের দুই জায়গায়। সাগরিকার বিটাক মোড় ও এম এ আজিজ স্টেডিয়ামের সামনে কাউন্টার থেকে টিকেট কিনতে হবে সমর্থকদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দুই জায়গায় আগামীকাল শুক্রবার (০৮ ডিসেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু করবে দায়িত্বপ্রাপ্ত এজেন্সি গুলো। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই টিকেট বিক্রি চলবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ডে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা। এ ছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারিতে ১ হাজার টাকা খরচ করে দেখতে পারবেন খেলা। সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা করে খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে খেলা দেখতে গেলে।