দেশে ফিরে গেছেন রোহিত, ভারতের নেতৃত্বে কে?
বাংলাদেশ এর ব্যাটিং এর সময় এনামুল হক বিজয় এর তুলে দেয়া ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে ব্যাথা পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপরেই মাঠ ছেড়ে যেতে হয় তাকে, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালের চিকিৎসা শেষে মাঠে ফিরে আসেন তিনি, তবে এই ইনজুরির জের ধরেই সিরিজ শেষ হবার আগেই ভারতে ফিরে গেছেন তিনি।
এদিকে ম্যাচ শেষে জানা গেল, আঙুলের চোটে ওয়ানডে সিরিজ শেষ ভারত অধিনায়ক রোহিত শর্মার। টেস্টেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দুই পেসার কুলদিপ সেন ও দিপক চাহারও খেলতে পারবেন না তৃতীয় ওয়ানডেতে।
নাটকীয়তায় ভরপুর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের তিন খেলোয়াড়কে হারানোর কথা জানিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। আঙুলের অবস্থা বোঝার জন্য দেশে ফিরে যাবেন রোহিত। টেস্টের আগে ফিরতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
ওয়ানডের মতো টেস্টেও ভারতের সহ-অধিনায়ক রাহুল। তৃতীয় ওডিআই ও টেস্টে তার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল?