প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে আজ ১৭ সদস্যের এই দল ঘোষণা করা হয়েছে।
ওয়ানডে সিরিজের মতো ইনজুরির কারনে টেস্ট থেকেও ছিটকে গেলেন তামিম ইকবাল খান। স্কোয়াডের নতুন মুখ জাকির হোসেন। বাংলাদেশ ‘এ’ টিমে দারুন পারফর্ম করায় তাকে দলে টেনেছেন নির্বাচকরা।
০৯ ডিসেম্বর শেষ ওয়ানডের পর ১৪ তারিখ শুরু হবে প্রথম টেস্ট।
১৭ সদস্যের টেস্ট স্কোয়াড:
মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক বিজয়।