১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের স্বাদ পেল টাইগাররা
এশিয়া কাপ এবং ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচও জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে বোলিং-ফিল্ডিং নৈপুণ্যে নেদারল্যান্ডসকে হারিয়ে দিল। এবং এটি ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের কোন ম্যাচ জেতা। টাইগারদের এই জয়ের রূপকথার নায়ক তাসকিন আহমেদ। হয়েছেন ম্যাচ সেরাও।
হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৫ রানের টার্গেট ছুড়ে সাকিব বাহিনী। জবাবে ১৩৫ রানে প্যাকেট বন্দি হয়ে যায় ডাচরা। ফলে ৯ রানে জয় পেয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা বাংলাদেশের।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দারুণ শুরু এনে দিয়েছিলেন। তবে পাওয়ারপ্লের শেষ দিকে এসে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরে যান সৌম্য। পজেটিভ ব্যাতিং দেখিয়েও ২০ বলে ৪ চারে ২৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি শান্ত। এরপর ক্রিজে নেমে থিতু হতে পারেননি লিটন দাস ও অধিনায়ক সাকিব।
মিডল অর্ডার দের যাওয়া আসার মিছিলে দলীয় রানের খাতা বড় করেন আফিফ। আফিফ ২৭ বলে ৩৮ রান করেন। এটিই দলের হয়ে আজকের ম্যাচে সর্বোচ্চ একক রান। এরপর মোসাদ্দেক ছাড়া আর কেউ ক্রিজে দাঁড়াতে পারেননি। মোসাদ্দেকের ১২ বলে ২০ রানের ঝড়ো ইনিংসে ১৪৪ এ থামে বাংলাদেশের রানের চাকা।