আয়ারল্যান্ডকে উড়িয়ে শ্রীলঙ্কার দাপুটে শুরু
বিশ্বকাপের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে অনেকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে শ্রীলঙ্কার শেষ দেখেছিল। তবে পরের দুই ম্যাচ জিতে সুপার ১২ এর ছাড়পত্র নেয় তারা। আর রবিবার সুপার টুয়েলভে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়। আইরিশদের ৯ উইকেটে উড়িয়ে মূল পর্বে দারুণভাবে শুরু করল এশিয়ার চ্যাম্পিয়নরা।
আইরিশদের দেওয়া ১২৯ রানের জবাবে ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয় তুলে নিয়েছে দাসুন শানাকার দল।
বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে মাত্র ১২৮ রান। হাসারাঙ্গা-থিকসানার ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। শুরুর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় ৪ উইকেট।
পল স্টারলিং করেন ২৫ বলে ৩৪ রান। হ্যারি টেক্টর ৪২ বলে দুই চার ও একটি চারে ৪৫ রান তুলেন। ১৯ রানে দুটি নেন মাহিশ থিকশানা, ২৫ রানে সমসংখ্যক উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও।
রান তাড়া করতে নেমে দারুন সূচনা পায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতেই আসে ৬৩ রান। ২৫ বলে ৩১ রান তুলে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর চারিথ আশালাঙ্কাকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার কুশল মেন্ডিস।
ব্যক্তিগত অর্ধশতের পর ৬৮ রানে অপরাজিত থাকেন কুশল। মাত্র ৪৩ বলে খেলা তার এই ইনিংসটি পাঁচটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া ৩১ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা।
