সহজ ম্যাচ কঠিন করে জিতল নেদারল্যান্ডস
শেষ ওভারে নাটকীয়তায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। আরব আমিরাতের দেয়া টার্গেটে ব্যাট করে ৩ উইকেট ও ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ডাচরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে ১১১ রান করে আরব আমিরাত। জবাবে সাত উইকেট হারিয়ে এক বল হাতে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
রোববার (১৬ অক্টোবর) জিলংয়ের কার্ডিনিয়া ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত। ব্যাট হাতে শুরুটা কচ্ছপ গতিতে করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান তুলে ফেরেন মোহাম্মদ ওয়াসিম। এছাড়া কাসিফ দাউদ ১৫ ও ভ্রিত্রিয়া আরভিন্দ করেন ১৮ রান। এরপর ব্যাট হাতে আর দাঁড়াতেই পারেননি আমিরাতের ব্যাটাররা।
আমিরাতের দেওয়া অল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল ডাচদের। ২৩ রানে ম্যাক্স ওডুড ও ১৪ রানে ফেরেন ডি লিডস। এরপর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। এক পর্যায়ে ৭৬ রানে ৬ হারিয়ে হারের শঙ্কায় পড়েছিলো ডাচরা।
কিন্তু সপ্তম উইকেট জুটিতে দলনেতা স্কট এডওয়ার্ডস ও টিম প্রিঙ্গলের ২৭ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় দল। ১৬ বলে ১৫ রান করে আউট হন প্রিঙ্গল। আর ভ্যান বিককে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন এডওয়ার্ডস। ১৬ রানে এডওয়ার্ডস ও ৪ রানে বিক অপরাজিত থাকেন