নিয়ম রক্ষার ম্যাচেও হার টাইগারদের
ত্রিদেশীয় সিরিজে আগের তিনটা ম্যাচেই হেরে শিরোপার রেস থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আর তাই নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচটা হয়ে পড়ে শুধুই নিয়ম রক্ষার। সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরেছে টিম টাইগার্স।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ লিটন দাস আর সাকিব আল হাসানের ফিফটিতে ১৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তানকে।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে তোলেন ১০১ রান। জমে ওঠা এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন হাসান মাহমুদ। এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ট্র্যাকে ফেরান হাসান।
প্রথমে আউট করেন ৫৫ রান করা বাবরকে। এরপর বিদায় করেন হায়দার আলিকে। কিন্তু লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ। হতাশার হার নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন রিজওয়ান। ৫৬ বলে তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি দিয়ে। এ ছাড়া ২০ বলে ৪৫ রানের দারুণ ইনিংস উপহার দেন মোহাম্মদ নেওয়াজ।