টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। নিয়মিত সদস্যদের মধ্য থেকে বাদ পড়েছে জেসন রয়। দলে ফিরেছে স্টোকস তবে ইঞ্জুরির জন্য আরো একটা বিশ্বকাপ মিস করতে চলেছে জোফ্রা আর্চার। তুমুল আলোচনায় থাকলেও ফেরা হয়নি অ্যালেক্স হেলসের।
ইংল্যান্ডের ১৫ সদস্যের দলঃ
জস বাটলার (ক্যাপ্টেন), জনি বেয়ারেস্টো, হ্যারি ব্রোক, ফিল সল্ট, ডেভিড মালান, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্দান, আদিল রাশিদ, রিচি টপলি, ডেভিড উইলে, মার্ক উড।
৫ ব্যাটসম্যান, ৫ বোলার এবং ৫ অলরাউন্ডার নিয়ে বেশ শক্তিশালী এবং ব্যালেন্সড দল ঘোষণা করেছে ইংলিশরা।এর বাইরে দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে লিয়াম ডসন, রিচার্ড গ্লেসন এবং টাইমল মিলস কে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গ্রুপ-১ এ আছে ইংল্যান্ড যেখানে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড এবং আফগানিস্থান। এছাড়া কোয়ালিফাইং রাউন্ড পার করে এই গ্রুপে যোগ দিবে আরো দুটি দল। ২২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাটলার এ্যান্ড কোং.