সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, চমক সিঙ্গাপুরের টিম ডেভিড
আগামী মাসে অর্থাৎ অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঘরের মাঠে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের জন্য সবার আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক টিম ডেভিড। গত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে অসাধারণ ব্যাটিং করে অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজর কেড়েছেন ডেভিড। ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান বংশদ্ভূত ডেভিড আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করেন সিঙ্গাপুরের হয়ে।
২০১৯ সালের জুলাইয়ে কাতারের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সিঙ্গাপুরের হয়ে এরপর আরও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সিঙ্গাপুরের হয়ে ১৪টি টি-টোয়েন্টিতে চারটি ফিফটিসহ ৪৬.৫০ গড়ে ৫৫৮ রান করেছেন ডেভিড।
অস্ট্রেলিয়ার সাতটি শহরে অনুষ্ঠিত হবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। লড়াই শুরু হবে ১৬ অক্টোবর থেকে। ১৩ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি। এবারের মতো আগামী বিশ্বকাপেও ম্যাচ হবে ৪৫টি।
২২শে অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হবে ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একাদশ:
অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), টিম ডেভিড, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ হ্যাজলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা