শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই বাংলাদেশের
জিতলেই সুপার ফোর। হারলে বিদায়। চলতি এশিয়া কাপে এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। একই সমীকরণ পাঁচবারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কার। গ্রুপ পর্বের ম্যাচ হলেও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। আরব আমিরাতের শারজায় এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজিত হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাই গ্রুপ ‘বি’ থেকে সর্বপ্রথম সুপার ফোর নিশ্চিত করা আফগানিস্তানের পর কোনো দল শেষ চারের ছাড়পত্র পাবে সেটা আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের মধ্য দিয়েই নিশ্চিত হয়ে যাবে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে। তাতে জয়ের পাল্লা ভারি লঙ্কানদেরই। তারা জিতেছে ৮টি আর বাংলাদেশ ৪টিতে। সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় হেরেছে ৫ উইকেটে। সবশেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় দু’টিতে।
এদিকে বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন। তবে একাদশ নির্ধারণ হবে উইকেট বিবেচনায় নিয়ে। ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। এ ছাড়া সাব্বির-মিরাজকেও দেখা যেতে পারে ওপেনিংয়ে। বোলিংয়ে আসতে পারেন নাসুম আহমেদ।