এশিয়া কাপ খেলা হচ্ছে না আফ্রিদির
এশিয়া কাপ শুরুর আগমুহূর্তেই বড় ধরনের ধাক্কা খেলো পাকিস্তান। হাঁটুর ইঞ্জুরির কারণে ছিঁটকে গেলো দলের সেরা বোলার শাহীন আফ্রিদি। পাকিস্তান বোর্ড জানিয়েছে ‘৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’ যার ফলে এশিয়া কাপ তো বটেই, পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করবে আফ্রিদি।
ঘটনার শুরু গত মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং এর সময় হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আফ্রিদিকে। পরবর্তীতে সিরিজ থেকেও ছিটকে যায় সে।
নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি সিরিজে অন্তত দুটি ম্যাচে তাকে রেস্ট দিয়ে তৃতীয় ম্যাচে খেলানো হবে বলে জানিয়েছিলো ক্যাপ্টেন বাবর আজম। কিন্তু সিরিজ শেষ হবার আগেই রিপোর্ট অনুযায়ী সে রুল আউট হয়ে গেছে।
এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘স্ক্যান ও রিপোর্ট দেখার পর পিসিবির মেডিকেল উপদেষ্টা কমিটি ও বাইরের বিশেষজ্ঞেরা শাহিন শাহ আফ্রিদিকে ৪-৬ সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এর ফলে এসিসি টি-টোয়েন্টি এশিয়া কাপ ও এরপর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে না।