বাংলাদেশ দলে চোট যেন পিছু ছাড়ছেই না। এশিয়া কাপের আর মাত্র ক’টা দিন বাকি। তার মধ্যে এলো ফের দুঃসংবাদ। চোট পেয়েছেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা টাইগারদের দুই গুরুত্বপূর্ণ সদস্য হাসান মাহমুদ ও শেখ মেহেদি।
আজ (শনিবার) হোম অব ক্রিকেট তথা মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন। সেই অনুশীলনে বল করার সময় অ্যাঙ্কেলে চোট পেয়েছেন পেসার হাসান মাহমুদ।
অন্যদিকে, শেখ মেহেদি একাডেমি মাঠে বল করার সময়; মোসাদ্দেকের ব্যাট থেকে সরাসরি পায়ের গোড়ালিতে এসে বল পড়লে হঠাৎ মাঠে বসে পড়েন তিনি। দু’জনই আর অনুশীলন না করে মাঠ ছাড়েন। তবে তাদের ইনজুরির অবস্থা জানা যাবে এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর।
তবে স্বস্তির খবর, হাতে ব্যান্ডেজ নিয়ে অনুশীলন করেছেন জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়া নুরুল হাসান সোহান। ফিটনেস ট্রেনারকে সাথে নিয়ে রানিং-স্ট্রেসিং সেরেছেন তিনি।