৪০০তম ওয়ানডেতে বড় জয় পেল বাংলাদেশ
৪০০তম ওয়ানডে ম্যাচে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবতে হলো না বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও ১০৫ রানের বড় জয় পেয়েছে টিম টাইগার্স। যদিও আগেই সিরিজ নিশ্চিত করে ফেলে স্বাগতিক জিম্বাবুয়ে।
বুধবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুইয়ান দলনেতা সিকান্দার রাজা। ব্যাট হাতে টাইগাররা ভালো শুরু করলেও স্থায়ীত্ব ছিল না বেশিক্ষণ। একে একে ফিরলেন তামিম ইকবাল (১৯), নাজমুল শান্ত (০) এবং মুশফিকুর রহিম (০)।
চতুর্থ উইকেটে জুটিতে দলকে ভারমুক্ত করতে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মাঝে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন বিজয়। যাচ্ছিলেন শতকের পথেও। কিন্তু ৭৬ রানে সাঝঘরে ফিরেন তিনি। অপরপ্রান্তে থাকা মাহমুদউল্লাহ বেশ মন্থর ব্যাটিং চালান।
এবং শেষদিকে আফিফ হোসেনের ৮১ বলে অপরাজিত ৮৫ রানে দলকে ফাইটিং স্কোর এনে দেন। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান।
বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে একের পর ধাক্কা খায় স্বাগতিক জিম্বাবুয়ে। আগেই সিরিজ জিতে নেয়া জিম্বাবুয়ে আজ টাইগারদের সামনে দাড়াঁতেই পারলেন না। এক পর্যায়ে দলীয় ১০০ রান পূর্ণ করার আগে অলআউট হয়ে যাবার শঙ্কা জাগিয়েও; নবম উইকেটে মোটামুটি বড় জুড়ি গড়ে ফেলেন নাইয়োসি এবং নাগরাভা। দুজনে গড়েন ৬৮ রান।
তাদের সেই জুটি ভাঙলে জিম্বাবুয়েও গুটিয়ে যায় ১৫১ রানে। সর্বোচ্চ নাগরাভা করেন ৩৪ রান। বাংলাদেশের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ফলে ১০৫ রানে জয় পায় বাংলাদেশ। আর এতে করে ৪০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক জয় দিয়ে রাঙালো লাল-সবুজরা।