খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১৯শে মে ২০২৪

বদলে যাচ্ছে কাতার বিশ্বকাপের সূচি

0

ইতোমধ্যে বাজতে শুরু করেছে কাতার বিশ্বকাপের ঢঙ্কা। বাকি ১০০ দিনের মতো। ৩২ দলকে নিয়ে সূচিও ঠিকঠাক। অপেক্ষা শুধু মাঠে গড়ানোর। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর পর্দা উঠার কথা ফুটবল মহাযজ্ঞের ২২তম আসরের। তবে এরই মধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমের গুঞ্জন, বদলে যাচ্ছে কাতার বিশ্বকাপের সূচি।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, ফিফা আসন্ন কাতার বিশ্বকাপের সূচি বদলে দেওয়ার বিষয়ে জোরেশোরেই চিন্তাভাবনা করছে। নতুন সূচি অনুসারে কাতার বিশ্বকাপ শুরুর তারিখ এগিয়ে আসতে পারে ১ দিন।

বর্তমান সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর আসরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও একদিন এগিয়ে ২০ নভেম্বর সেটি শুরু হতে পারে। বিশ্ব ফুটবলের নীতিনির্ধারকরা নতুন সূচি নিয়ে কাজ করছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জানা যাচ্ছে, আয়োজক দেশ কাতার এবং গ্রুপ-‘এ’তে তাদের প্রতিদ্বন্দ্বী ইকুয়েডর ২০ নভেম্বর আল খোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে একে অপরের মোকাবিলা করবে। এখনকার সূচি অনুযায়ী দল দুটির মুখোমুখি হওয়ার কথা ছিল ২১ নভেম্বর টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে

গণমাধ্যমটি জানাচ্ছে, এই পরিবর্তন অনুমোদন পেতে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। এই ব্যুরো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে গঠিত হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy